সাংবাদিকের ওপর হামলা, সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা

লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা জেলায় কর্মরত ৫ সাংবাদিকের উপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউনুস আলী ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুল সহ-সকল সদস্য বৃন্দ। শুক্রবার (১২ আগস্ট) আহত সাংবাদিকদের মধ্যে ৪জনকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন :
আবারও টি-টোয়েন্টির নেতৃত্বে সাকিব
নওগাঁয় মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে, স্বামী-স্ত্রীর মৃত্যু

এলাকাবাসী ও প্রত্যেক্ষদর্শী সূত্র জানায়, লালমনিরহাট সদরের পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান মণ্ডলের ছোট ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান মণ্ডল (৩৮) প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কয়েকদিন আগে সেই গৃহবধূকে নিয়ে পালিয়ে যান সুলতান মণ্ডল। এ ঘটনায় গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে। কয়েকদিন আগে সেই গৃহবধূকে নিয়ে পালিয়ে যান সুলতান মণ্ডল। এ ঘটনায় গৃহবধূর পরিবার থানায় অভিযোগ দায়ের করেন।

উক্ত ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে শুক্রবার বিকেলে ঘটনাস্থলে যান ৪জন সাংবাদিক। তথ্য সংগ্রহ শেষে সুলতান মণ্ডল বাড়ির পাশে সাংবাদিকদের আটক করেন আজিজার মণ্ডল ও তার বড় ছেলে সাহেদ মণ্ডল। এ সময় সাহেদ সাংবাদিকদের হাতে থাকা ক্যামেরা কেড়ে নিয়ে ভাঙচুর করেন। পরে লাঠি সোটা দিয়ে সাংবাদিকদের মারধর শুরু করেন।৷ এমন ঘটনায় স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন।

এ ঘটনায় আহত সাংবাদিক গন হলেন- যমুনা টিভির লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা,ও তার ক্যামেরা পার্সন আহসান হাবিব, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব,সুজন,আজকের,পত্রিকার,হাতীবান্ধা প্রতিনিধি রবিউল ইসলাম রবি। এখন টি,ভির মাহফুজুল ইসলাম বকুল,

খবর পেয়ে হাসপাতালে সাংবাদিকদের দেখতে আসেন জেলা আঃ লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এ সময় তিনি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান,এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

আগষ্ট ১৩,২০২২ at ১৮:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই