মেসির মৌসুমটা দুর্দান্ত কাটবে, বিশ্বাস কোচের

প্যারিসে অভিষেক মৌসুমে লিওনেল মেসির নিজের ছায়া থাকা নিয়ে ঢের আলোচনা-সমালোচনা হয়েছে। এমনকি আর্জেন্টাইন ফরোয়ার্ডকে শুনতে হয়েছে ক্লাব সমর্থকদের দুয়োও। নতুন মৌসুমে মেসি প্রত্যাশার প্রতিদান কতটা দিতে পারবেন, তা সময়ই বলে দেবে। তবে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের বিশ্বাস, এ মৌসুমটা দুর্দান্ত কাটবে মেসির।

আরো পড়ুন :
গণপরিবহনে ভাড়া কমেছে ২০ শতাংশ
বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন

গালতিয়েরের এমনটা মনে হওয়ার কারণও আছে। এরই মধ্যে মেসির জ্বলে ওঠার আভাস মিলতে শুরু করেছে। মৌসুমে প্রথম দুই প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে দুটিতেই আলো ঝলমলে পারফরম্যান্স উপহার দিয়ে ‘বার্সেলোনার মেসি’র মতো ‘পিএসজির মেসি’ হয়ে ওঠার ইঙ্গিত আর্জেন্টাইন তারকার পায়ে।

প্রাক-মৌসুমের প্রায় পুরোটা সময় দলের সঙ্গে থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পর গত সপ্তাহে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেন মেসি। ফরাসি সুপার কাপে নঁতকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে দারুণ খেলে শুরুতে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর শনিবার রাতে লিগ ওয়ানে শিরোপা ধরে রাখার অভিযান শুরুর ম্যাচে ক্লেহমোঁকে গুঁড়িয়ে দেওয়ার পথে দুটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও অবদান রাখেন তিনি। এর মাঝে দলের শেষ গোলটি তিনি করেন নজরকাড়া ওভারহেড কিকে। মৌসুমটা মেসির দুর্দান্ত কাটবে, বিশ্বাস কোচের।

আগষ্ট ০৮,২০২২ at ১২:০২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই