গণপরিবহনে ভাড়া কমেছে ২০ শতাংশ

বিশ্ববাজারে তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে যেখানে গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে বিশ্বের অধিকাংশ দেশ, সেখানে আয়ারল্যান্ড ব্যতিক্রম। দেশটিতে বরং আগের চেয়ে ২০ শতাংশ ভাড়া কমানো হয়েছে। এ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরুতে আয়ারল্যান্ডে গণপরিবহনের ভাড়া ছিল ঊর্ধ্বমুখী। যুদ্ধের আগে যেখানে লিটারপ্রতি পেট্রোল ছিল ১ ইউরো ৩০ সেন্ট। বাংলাদেশি মুদ্রায় যা ১৩২ টাকা। তা বেড়ে এখন ১ ইউরো ৯৬ সেন্ট। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২০০ টাকা।

আরো পড়ুন:
বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পন
পল্লী বিদ্যুত বিভাগের অবহেলা আবারও ঘটতে পারে প্রাণহানি

তেলের দাম বেড়ে যাওয়ায় বেড়েছিল বাসভাড়াও। ভাড়া বেড়ে যাওয়ায় অসন্তোষ ছিল জনমনে। তবে সে অসন্তোষ খুব বেশিদিন স্থায়ী হয়নি। তেলের মূল্যবৃদ্ধির মাঝেই দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট অথরিটি আগের চেয়ে ২০ শতাংশ ভাড়া কমিয়ে দেয়। যদিও এখনো তেলের দাম স্বাভাবিক নয়। সব ধরনের গণপরিবহনে ভাড়া কমানোয় বাস মালিক থেকে শুরু করে যোগাযোগ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসীরা।

আগষ্ট ০৮,২০২২ at ১১:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দেপ/শই