আগামীকাল শুরু বাজটে অধিবেশন, বাড়ছে ভর্তুকি

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল রবিবার (৫ জুন) শুরু হবে। এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক বসবে। এ অধিবেশনেই ৯ জুন আসন্ন ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, ৯ জুন বাজেট পেশের জন্য সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে। অধিবেশনের আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী সভায় সভাপতিমণ্ডলীর সদস্য ও অধিবেশনের দিনক্ষণ ঠিক করা হবে।

চলতি ২০২১-২২ অর্থবছরের মূল বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। তার আগের, অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য সরকার ৬ লাখ ৮০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে। এতে মূল্যস্ফীতি ধরা হবে ৫ দশমিক ৫ শতাংশ। বাড়ছে ভর্তুকির পরিমাণও।

রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টায় এবং করোনা মহামারি পরবর্তী পরিস্থিতি আরও খারাপ হওয়া রোধ করতে সরকার আগামী অর্থবছরের জন্য ৮২ হাজার ৭৪৫ কোটি টাকার ভর্তুকি প্যাকেজ প্রস্তুত করেছে। যা আগের অর্থ বছরের ৬৬ হাজার ৮২৫ কোটি টাকার ভর্তুকির চেয়ে ২১ দশমিক ১ শতাংশ বেশি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে আগেই অধিবেশন আহ্বান করেছেন। করোনা পরিস্থিতির কারণে গত দুটি বছর বাজেট অধিবেশন সংক্ষিপ্ত হলেও এবার অনেকটাই স্বাভাবিকভাবে এ অধিবেশনটি চলবে। সংসদের কর্মকর্তা-কর্মচারীদেরও প্রবেশে খুব একটা বিধিনিষেধ থাকবে না। গণমাধ্যমকর্মীদেরও অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে সর্বশেষ ১৭তম অধিবেশনের মতো করোনার নমুনা টেস্ট পরীক্ষা করা হবে।

নতুন এই বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫ শতাংশ ধরা হচ্ছে। এতে মূল্যস্ফীতি ধরা হবে ৫ দশমিক ৫ শতাংশ।

আরো পড়ুন:
তোমার ভোট আমি নিজে মারব, এটাই হলো সুষ্ঠু ভোট
রাজপথ দখলের টার্গেট নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ ও প্রতিপক্ষ বিএনপি

৬ এপ্রিল একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শেষ হয়। গত বছর মহামারি করোনার মধ্যে ৩ জুন চলতি অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগের দিন ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেট হবে অর্থমন্ত্রী হিসাবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের ১৪তম বাজেট।

জুন ৪,২০২২ at ১২:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাশি