ইউক্রেনে রাশিয়ার হামলায় সাতদিনে যা ঘটেছে

ইউক্রেনে রাশিয়ার হামলা এখন সাতদিনে পৌঁছেছে। সাতদিনের মাথায় এসে ইউক্রেনের বিভিন্ন শহরের আবাসিক এলাকাগুলোতে রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে।

ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারসন দখল করেছে রাশিয়ার সৈন্যরা। সেখানকার মেয়র এ তথ্য জানিয়েছেন।খারসন হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ শহর যেটি রাশিয়ার সৈন্যরা দল করে নিয়েছে।

শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়ার সৈন্যরা সিটি কাউন্সিল ভবনে জোরপূর্বক প্রবেশ করেছে এবং বাসিন্দাদের উপর কারফিউ জারি করেছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খারসন শহরের কেন্দ্রস্থলে রাশিয়ার সৈন্যরা রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বাহিনী বলছে, রাশিয়ার প্যারাট্রুপার খারকিভ শহরে নেমেছে। সেখানকার রাস্তায় ইউক্রেনের সৈন্যদের সাথে রাশিয়ার সৈন্যদের লড়াই চলছে।

মারিওপোল এবং খারকিভ শহর ঘিরে রেখেছে রাশিয়ার সৈন্যরা। মারিওপোল শহরের ডেপুটি মেয়র বলেছেন, শহরটিতে ১৫ঘণ্টার বেশি সময় যাবত একটানা বোমা বর্ষণ করা হয়েছে। ফলে সেখান পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের কাছাকাছি। একটি আবাসিক অঞ্চলে কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে ডেপুটি মেয়র আশংকা করছেন। নিহতদের মধ্যে তার বাবাও রয়েছেন।

আরো পড়ুন :
ভোলার চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানকে মারধর, আটক ২
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উদযাপন

সার সংক্ষেপঃ ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।ইউক্রেনের বড় শহরগুলোতে রাশিয়া তাদের হামলা জোরদার করেছে।

বন্দরনগরী মারিওপোল-এর ডেপুটি মেয়র বলছেন, কয়েক-ঘণ্টা যাবত ব্যাপক হামলায় কয়েকশ মানুষ নিহত হয়েছে আশংকা করা হচ্ছে।

খারসন সিটির মেয়র বলছেন, শহরটি এখন রাশিয়ার সৈন্যদের দখলে। জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরী অধিবেশনে ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ প্রথমবারের মতো স্বীকার করেছে যে ইউক্রেনে হামলায় তাদের ৪৯৮জন সৈন্য মারা গেছে। ইউক্রেনের আবাসিক এলাকায় রাশিয়ার ব্যাপক বোমাবর্ষণ।

মার্চ ০৩.২০২১ at ১৩:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রানি/রারি