মধ্যরাতে পরীমনির মাওয়া ভ্রমণ

কিছুদিন আগেই জ্বর ও ঠান্ডায় আক্রান্ত হয়েছিলেন পরীমনি ও তার স্বামী শরীফুল রাজ। এ কারণে হাসপাতালে যেতে হয়েছিল দুজনকে। অসুস্থতার কারণে আদালতের কাছেও সময় প্রার্থনা করেছিলেন পরী।

তবে সুস্থ হয়েছেন পরী-রাজ। তাই একটু স্বস্তির জন্য রাতে বন্ধুদের নিয়ে ছুটে যান মাওয়া ঘাটে ইলিশ খেতে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে পরীমনি বলেন, অসুস্থতার কারণে অনেক দিন বাসায় থাকতে হয়েছে। দমবন্ধ হয়ে যাচ্ছিল। তাই হুট করে মাওয়া যাওয়া। পারিবারিক বন্ধুরা মিলে গিয়েছিলাম।

আরো পড়ুন :
দুমকিতে বিদেশী মদসহ গ্রেফতার- ৪
বৃষ্টিতে ভিজে রাতের আঁধারে খাদ্য ও গরম কাপড় নিয়ে বেদে পরিবারের পাশে জেলা প্রশাসক

তিনি আরও বলেন, ‘যাওয়ার পথে ফাঁকা রাস্তায় কয়েক জায়গায় নেমেছি। অনেক ছবি তুলেছি। কিছু ছবি ফেসবুকে শেয়ারও করেছি। ইলিশও খেয়েছি।’

তবে অন্তঃসত্ত্বা হওয়ায় বেশ সতর্ক পরীমনি। চিকিৎসকের পরামর্শমতো চলছেন। পরী বলেন, ‘রাজের ভালোবাসার ঋণ শোধ করা কঠিন। সবসময়ই আমাকে ছায়া দিয়ে রেখেছে সে। অনেক কেয়ার করে। প্রায়ই আমাকে খাইয়ে দেয়। এই-যে কিছুক্ষণ আগে কালো ভুনা দিয়ে ভাত খাইয়ে দিয়েছে।’

ফেব্রুয়ারী ০৫.২০২১ at ১১:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রানি/রারি