সিলেটের কারা ডিআইজির কারাদন্ড

সিলেটের কারা ডিআইজির কারাদন্ড প্রদান করা হয়েছে। বরখাস্ত হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও মানিলন্ডারিং (অর্থপাচার) আইনে করা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে তাকে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরো পড়ুন:
কালীগঞ্জ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের উদ্যোগ শীতবস্ত্র বিতরন করেন
যশোরে জীবননাশের হুমকি দেয়ায় রাজাকার আমজাদ মোল্যার ছেলের নামে থানায় জিডি

রোববার (১০ জানুয়ারী) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। এর আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০২১ সালের ২৭ ডিসেম্বর দুদক এবং আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত।

২৪ নভেম্বর মামলাটিতে আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন পার্থ।  ১৬ নভেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত ১৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

২০১৯ সালের ২৮ জুলাই কারাগারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ে পার্থ গোপাল বণিককে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে অভিযানে যায় দুদক। বিকেলে ধানমন্ডির ভূতের গলিতে পার্থ গোপালের ফ্ল্যাট থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করে দুদক। এর পরই তাকে আটক করা হয়।

জানুয়ারি ১০.২০২২ at ১১:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আকারু/মক