যশোরে জীবননাশের হুমকি দেয়ায় রাজাকার আমজাদ মোল্যার ছেলের নামে থানায় জিডি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধ মামলায় বিচারাধীন পিতার শাস্তি নিশ্চিত জেনে বেপরোয়া হয়ে উঠেছে ছেলে খোকন মোল্যা। পিতার বিচার ঠেকাতে না পেরে মামলার তদন্ত কর্মকর্তার ছোট ভাইকে তাই মোবাইল ফোনে জীবননাশের হুমকি দিয়েছে।

গত ১২ ডিসেম্বর বিকেলে বাঘারপাড়ার রাজাকার আমজাদ মোল্লার ছেলে খোকন যশোর শহরের পুরাতন কসবা এলাকার আব্দুর রহমান নামে একজনকে জীবননাশের হুমকি দিয়েছে। আব্দুর রহমান এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন।

আব্দুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক খান বিপিএম, পিএিম (বার)-এর ছোট ভাই। বাঘারপাড়ার কুখ্যাত যুদ্ধাপরাধী আমজাদ মোল্লার নামে চলমান যুদ্ধাপরাধী মামলার তদন্তকারি কর্মকর্তা তিনি। মামলাটি বর্তমানে ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে।

আরো পড়ুন :
মদনে আ’লীগ ও জাপাসহ ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
তালায় ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের মাঝে টিকা কার্যক্রমের উদ্বোধন

এই মামলায় আমজেদ মোল্যা দোষি হওয়া নিশ্চিত তাই ছেলে খোকন বেপরোয়া হয়ে মামলার তদন্তকারি কর্মকর্তার ছোট ভাই আব্দুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে কোতয়ালী থানায় জিডি হলেও আজ পর্যন্ত কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে ভুক্তভোগী আব্দুর রহমান এবং তার বড় ভাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক খান জানিয়েছেন।

জানুয়ারি ০৯.২০২১ at ২৩:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি