পেকুয়ায় পাউবোর জায়গায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

কক্সবাজারের পেকুয়ার কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে অভিযান চালিয়ে একটি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (২৭) ডিসেম্বর খবর পেয়ে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতের নির্দেশে পেকুয়া ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার কাজল কুমার শীল অভিযান পরিচালনা করে এ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন।

জানাগেছে,পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থাপনা নির্মান চালিয়ে যাচ্ছিলেন জনৈক ছৈয়দুল করিম নামের এক সৌদি প্রবাসি।

আরো পড়ুন :
যশোর চৌগাছা বল্লভপুরে বাওড়ে মাছ চাষে বাধা, ২১জনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা
ঝিনাইদহ ও হরণিাকুন্ডুতে নির্বাচনী সহিংসতা মেম্বর প্রার্থীসহ ৬ জন আহত ফাঁকা গুলি

সরেজমিনে গিয়ে দেখাযায়, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে স্থাপনা নির্মান কাজ চলমান রয়েছে। পাশে প্রবাহমান ভোলাখালে জেগে ওঠা চরে মাটি কেটে ভরাট করা হয়েছে। কয়েকজন শ্রমিক দিয়ে আরসিসি পিলার ও গাছের খুঁটি পুঁতে স্থাপনা নির্মানকাজ চালিয়ে যাচ্ছেন।

এ প্রসঙ্গে পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, সরকারি জায়গা কিছুতেই বেহাত হতে দেয়া যাবেনা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।

ডিসেম্বর ২৭.২০২১ at ২২:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমজু/রারি