বড়দিনে কলকাতার সারারাস্তা অচল করে দিলো দর্শকরা

বড়দিনে কলকাতা সারারাস্তা অচল করে দিলো দর্শকরা, প্রশাসন যানবাহন ঘুরিয়ে দিতে বাধ্য হলেন, কারণ বড়দিনে মানুষের ঢল চোখে দেখার মত, দূরদূরান্ত থেকে দর্শকেরা এই দিনটিকে উপভোগ করার জন্য কলকাতার বুকে দৌড়ে আসে, একটা দিনের ছুটি কাটাতে এবং বাড়ির বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আনন্দ করার কিন্তু ক্যামেরায় ধরা পড়ল শুধু শুধু দর্শনীয় চার্চগুলোন নয়।

আরো পড়ুন:
সিরাজগঞ্জে কেন্দ্র ছাড়ছেনা ভোটাররা
ন‌ওগাঁর আত্রাইয়ে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে

বেশ কয়েকটি দর্শনীয় স্থান ভিড় জমিয়েছে দর্শকেরা , লাইনে দাঁড়িয়ে আছেন, এরকম একটি চিত্র আমাদের ক্যামেরায় বন্দি হল, ভিক্টোরিয়া মেমোরিয়াল গেটের সামনে দর্শকের বিরাট লাইন, টিকিট লাইনে দাঁড়িয়ে দর্শকেরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন, কখন টিকিট পাবেন, এবং বাচ্চাদের নিয়ে একটু ভেতরে গিয়ে তাদের আনন্দ দেবেন এবং ঘুরিয়ে দেখাবেন।

দর্শকদের জিজ্ঞাসা করায়, জানালেন আর বলবেন না, আমরা কতদূর থেকে এসেছি, যেখানেই যাচ্ছি পা ফেলার জায়গা নাই, বিরাট বিরাট লাইন, কোথাও গিয়ে ৩০০ লোকের পেছনে লাইন দিতে হচ্ছে, কোথাও গিয়ে ৪০০ লোকের পিছনে লাইন দিতে হচ্ছে ঘুরে চলে আসতে হচ্ছে, এখন ভিক্টোরিয়া এসে লাইন দিয়েছি, প্রায় ৩০০ লোকের পেছনে লাইন দিতে হয়েছে, এখনো দাঁড়িয়ে লাইনে ৩ টে বাজতে যায়, কোন কিছু হয়তো দেখা সম্ভব হবে না, কারণ আমরা অনেক দূর থেকে এসেছি, সময়ে ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে, আর এইটা যদি পাই তো বাচ্চাদের কোনরকমে বুঝিয়ে দেখিয়ে চলে যাব, ওদিকে সমস্ত চার্চ ৪টাতে বন্ধ হয়ে যাবে, আর সম্ভব হবেনা বাচ্চাদের কোন কিছু দেখানোর, লাইনে দাঁড়িয়ে হয়তো সময়টা কাটিয়ে দিতে হবে।

ডিসেম্বর ২৬.২০২১ at ১৪:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শদসম/এইচআর