বিপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজি দু’দিনের মধ্যে চূড়ান্ত হচ্ছে

তিনি অতি পরিচিত এবং প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি বেক্সিমকো, বসুন্ধরা এবং জেমকন গ্রুপ এবার আর বিপিএলে নেই। তারা এবার ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহই প্রকাশ করেনি। বিপিএলের ৬ ফ্র্যাঞ্চাইজি দু’দিনের মধ্যে চূড়ান্ত হচ্ছে।

১২ ডিসেম্বর রোববার আগ্রহী কর্পোরেট হাউজগুলোর ইন্টারভিউ হয়েছে মিরপুরে। সন্ধ্যার পরেও শেরে বাংলার বিসিবি অফিসে করপোরেটহাউজগুলোর সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল আর বিসিবি কর্তাদের মধ্যে কথা-বার্তা হয়েছে। আগামীকাল সোমবারও হবে। এরপরই ঠিক করা হবে কারা কোন দলের ফ্র্যাঞ্চাইজি হবে।

আরো পড়ুন:
বেনিনের বিরোধী দলীয় নেত্রী রেকিয়া মাদৌগৌকে ২০ বছরের কারাদণ্ড
মেধা তালিকায় প্রথম হয়েও পুলিশের চাকরি হচ্ছে এবার না মিমের

পুরনো ও প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে সাবেক বিসিবি, এসিসি আর আইসিসি প্রধান, ক্রিকেট অন্তঃপ্রাণ ব্যক্তিত্ব ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল কন্যা নাফিসা কামাল এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী। এর বাইরে আখতার গ্রুপ চট্টগ্রামের আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রেনেসাঁ গ্রুপও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী।

কিন্তু শেষ পর্যন্ত কারা এবার ফ্র্যাঞ্চাইজি হবে? কোন কর্পোরেট হাউজ কোন দলের মালিকানা স্বত্ত পাবে? বিপিএল গভর্নিং কাউন্সিল আর বিসিবির শীর্ষ কর্মকর্তাদের কেউই এ সময়োচিত প্রশ্নের জবাব দেননি।

বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন আর পরিচালক জালাল ইউনুসের সাথে যোগাযোগ করা হলে কেউই পরিষ্কার করে কিছু জানাতে পারেননি। তাদের কথায় বোঝা গেছে, এখনো কোন কিছুই চূড়ান্ত হয়নি। আগে আগ্রহী করপোরেট হাউজগুলোর অর্থনৈতিক ভিত্তি এবং কারা কোন দলের ফ্র্যাঞ্চাইজি হতে আগ্রহী তা নিয়ে খোলামেলা কথাবার্তা হবে। সব যাচাই-বাছাই করেই  ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হবে।

আজ রোববার চূড়ান্ত কিছু জানাতে পারেননি বা জানাননি। এবং তাদের কথায় আরও একটি প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল, তা হলো আজ-কালের মধ্যেই ইন্টারভিউ হবে এবং এরপর দিন দুয়েকের মধ্যেই হয়ত ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হয়ে যাবে।

ডিসেম্বর  ১২.২০২১ at ২০:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জন/ইসন