বেনিনের বিরোধী দলীয় নেত্রী রেকিয়া মাদৌগৌকে ২০ বছরের কারাদণ্ড

বেনিনের বিরোধী দলীয় নেত্রী ও সাবেক আইনমন্ত্রী রেকিয়া মাদৌগৌকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানী পর্তো-নভোতে বিশেষ আদালত সন্ত্রাসবাদের দায়ে তাকে সাজা দেওয়া হয়।

শুক্রবার ২০ ঘণ্টারও বেশি সময় ধরে মামলার শুনানির পর ইকোনমিক ক্রাইম অ্যান্ড টেরোরিজম কোর্ট বা ক্রিয়েট সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ৪৭ বছর বয়সী মাদৌগৌকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়া হয়।

আরো পড়ুন:
মেধা তালিকায় প্রথম হয়েও পুলিশের চাকরি হচ্ছে এবার না মিমের
প্রতি মাসে ৩২০০০ কিশোরী অন্তঃসত্ত্বা হচ্ছে উগান্ডায়

আদালত মঙ্গলবার বিরোধী দলীয় আরেক নেতাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। সমালোচকরা বলছেন, বিরোধী দলের ওপর দমনপীড়ন চালাতে প্রেসিডেন্ট প্যাট্রিস তালনের সরকার ক্রিয়েট আদালতকে ব্যবহার করে আসছে।

ডিসেম্বর  ১২.২০২১ at ১৯:৫৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/বপ্র/ইসন