ন্যায় বিচার ও আইনগত সহায়তা দেবে সরকার- জেলা ও দায়রা জজ

বান্দরবানে থানচিতে গ্রাম আদালত ও প্রথাগত বিচার ব্যবস্থা এবং জাতীয় আইনগত সহায়তা উপজেলা কমিটি সক্রিয়করন ও সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা ও কেইস মেনেজমেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে প্রধান বিচারক মো. এহ্সানুল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে প্রধান বিচারক মো. এহ্সানুল হক বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের প্রান্তিক ও ক্ষুদ্র জনগোষ্ঠীদের সংবিধানে ১৯ (১) ২৭ এর বিধান মোতাবেক ন্যায় বিচার ও আইনগত সহায়তা দেবে সরকার।

আরো পড়ুন :
গাবতলীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিষিদ্ধ নছিমন ভোটের জন‍্য হল বৈধ‍‍্য

তিনি আরো বলেন, সরকার আইনগত সহায়তা প্রদানে জেলা উপজেলা ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। সামাজিক অবক্ষয়, পাহাড়ে অপরাধী সংখ্যা কমে আনাসহ নানান উদ্যোগ নিয়েছে। কাজেই বান্দরবান জেলা ও দায়রা আদালতে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সকল রকমের আইনি সহায়তা জন্য প্রস্তুত রয়েছে।

নভেম্বর ২৭.২০২১ at ২০:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/চিঅমা/রারি