থানচিতে বিএনকেএস সংস্থার উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

“মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে আর্থ সামাজিক উন্নয়নের উদ্যোগ প্রকল্পের অধীনে প্রান্তিকজনগোষ্ঠীর দরিদ্র গ্রামবাসীদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে থানচি উপজেলায় বিদ্যামনি পাড়া প্রাঙ্গনে বিএসআরএম সহযোগিতায় বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ফ্রি চিকিৎসা সেবা প্রদানে ক্যাম্পের বিদ্যামনি পাড়া, ফোহ্লাউ পাড়া, চিচা পাড়া’সহ ফাটাই পাড়া ও আশেপাশে গ্রামের শিশু, বয়স্ক’সহ পাড়াবাসীরা চিকিৎসা সেবা নিয়েছেন।
এদিকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদানে এনজিও সংস্থার সংশিষ্ট্যদের সাধুবাদ জানিয়ে বিদ্যামনি পাড়া প্রধান (কারবারি) পিউস ত্রিপুরা বলেন, বাচঁতে হলে প্রথমমতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এমন সময়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদানে শিশু’সহ প্রাপ্ত-বয়স্ক ও পাড়াবাসীর সকলে অংশগ্রহনে চিকিৎসা সেবা নিচ্ছি। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির উচ্ছ্বসিত হবে। এবং এমতাবস্থায় ফ্রি চিকিৎসা সেবা প্রদানে বিএনকেএন এনজিও সংস্থার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে চিকিৎসার সেবা নিতে আসার বিনিন্তা ত্রিপুরা বলেন, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা নিতে এসেছি, ডাক্তার সুপরামর্শে আমার বাচ্চা জন্যও ঔষুধ নিয়েছি। শিশু’সহ বয়স্ক ও পাড়াবাসীরা সকলে চিকিৎসা সেবা পেয়েছি। ফ্রি চিকিৎসা সেবা প্রদান উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিআরএসএম ও বিএনকেএস এনজিও সংস্থার প্রতি ধন্যবাদ’সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
ফ্রি মেডিকেল ক্যাম্পের সংক্ষিপ্ত আলোচনা সভাতে বিএনকেএস এনজিও সংস্থার উপ-সহকারী পরিচালক উবানু মারমা সঞ্চালনায় উপস্থিত ছিলেন, থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মিহরাব আল রহমান, সিনিয়র স্টাফ নার্স উসুই সিন মারমা, বিএনকেএসের প্রজেক্ট ম্যানেজার ভানুনসিয়াম বম প্রমূখ। এছাড়াও বিএনকেএস এনজিও সংস্থার ফোকাল অফিসার উবাথোয়াই মারমা, এফও অংছাইনু মারমা, সামসমন লিয়ন বম, শৈনাইচিং মারমা’সহ বিভিন্ন গ্রাম হতে চিকিৎসা সেবা নিতে আসার লোকজন ও পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।
দেশদর্পণ/সুআ/চিঅ/ইর