একটানা হাঁচি হলে যেভাবে থামাবেন

শীত এলেই সর্দি-জ্বর, অ্যালার্জি ইত্যাদি কারণে বিরামহীন হাঁচি হতে পারে।  শুধু সর্দি নয় অ্যালার্জির সমস্যায় যারা ভোগেন সামান্য ধুলা-বালির কারণেও তাদের অতিরিক্ত হাঁচি হয়। যেহেতু শীত এলেই বায়ু দূষণ বেড়ে যায় তাই এ সময় সচেতন থাকা জরুরি। শরীর থেকে অস্বস্তিকর উপাদান কিংবা জীবাণু বের করে দেওয়ার জৈবিক একটি উপায় এই হাঁচি। তবে তা অনবরত চলতে থাকলে ব্যাপারটা যেমন বিব্রতকর তেমনি ডেকে আনতে পারে নানান জটিলতাও।

অনেকেরই একবার হাঁচি শুরু হলে, তা সহজে থামতে চায় না। এ ক্ষেত্রে পরতে হয় সমস্যায়। এসময় কী করণীয় তা জানা নেই অনেকেরই। তবে কয়েকটি ঘরোয়া পদ্ধতি আছে, যার মাধ্যমে আপনি দ্রুত হাঁচি বন্ধ করতে পারবেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

জেনে নিন করণীয়-
ইউক্যালিপটাস তেলের সুবাসেও হাঁচি থেমে যেতে পারে। এজন্য রুমালে ২-৩ ফোঁটা ইউক্যালিপটাস তেল নিয়ে হাঁচির সময় ঘ্রাণ নিন। দেখবেন দ্রুত বন্ধ হয়ে যাবে হাঁচি।  একটানা হাঁচি হলে জিভ দিয়ে টাকরায় টোকা দিন। হাঁচি বন্ধ হতে পারে। এ পদ্ধতিতে হাঁচি মুহূর্তেই বন্ধ হয়ে যাবে।

আরো পড়ুন:
শ্রীলঙ্কার বিপক্ষে কোন ভুল করতে চাইছে না বাংলাদেশ
প্রধান শিক্ষকের উদাসীনতায় এস এস সি পরীক্ষায় অংশ নিতে পারেনি পেকুয়ার ১৯ শিক্ষার্থী!

সর্দি এমনকি অ্যালার্জির কারণে হাঁচি হলেও আটকে দিতে পারে মধু। এক চামচ মধু গলায় গেলেই হাঁচির প্রবণতা কমে যায়। হাঁচি পেলেই ‘জলে চুন তাজা, তেলে চুল তাজা’ এ ধরনের টাং টুইস্টার বলতে থাকুন, তাহলে দেখবেন হাঁচি মুহূর্তেই থেমে যাবে। বিভিন্ন গন্ধ কিংবা অপছন্দের কিছু দেখলে সবাই নাক সিটকান। এটি খারাপ অভ্যাস হলেও হাঁচি পেলে এমনটি করলে হাঁচি বন্ধ হয়ে যেতে পারে।

নভেম্বর ১৫.২০২১ at ১০:৪৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/জআ