তাহিরপুরে জলমহাল থেকে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জলমহাল হতে গোলাম নুর (৫০) নামের দুই সন্তানের জনকের ভাসমান লাশ উদ্ধার করেছে,তাহিরপুর থানা পুলিশ।

বুধবার রাত ৮ টা ৩০ মিনিটের সময় খবর পেয়ে থানার দায়িত্বে থাকা এসআই মো. নাজমুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ভাসমান অবস্থায় কেন্দুয়া নদীর পাশের গোলাঘাট জলমহাল থেকে লাশ উদ্ধার করেন।

জানাগেছে, নিহত গোলাম নুর উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মৃত আকরম আলীর ছেলে। দুই শিশু সন্তানের জনক নিহত গোলাম নুর স্ত্রী সন্তানদের নিয়ে কয়েকবছর ধরে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামে শশুড় বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি।’

নিহতের সহোদর আলী হোসেন জানান, উপজেলার গোলকপুরে থাকা শশুড় বাড়িতে যাবার উদ্যেশ্যে মঙ্গলবার সকালে উজান তাহিরপুরের পৈতৃক বাড়ি হতে বের হয়ে যান গোলাম নুর। এরপর দিন শেষে ওই রাতেও শশুড় বাড়িতে থাকা স্ত্রী সন্তানদের নিকট ফিরেননি তিনি।

আরো পড়ুন:
দৃষ্টিশক্তি কমতে পারে কালো চশমা: গবেষকরা
দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার

বুধবার রাতে উপজেলার কেন্দুয়া নদী সংলগ্ন গোলাঘাট জলমহালের ২ হতে ৩ ফুট পানির উপর এক ব্যাক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে মাছধরা কালে কয়েকজন জেলে থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ জলমহাল থেকে গোলাম নুরের ভাসমান লাশ উদ্ধার করে।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল লতিফ (তরফদার) বলেন, নিহতের পরিবারের সন্ধান পাওয়া পর। পরিবারের কাছে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

নভেম্বর ০৪.২০২১ at ১২:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রহম/জআ