দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার

দেশের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২২৭ ডলার। এক অর্থবছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার সর্বশেষ হিসাবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।

আরো পড়ুন: দৃষ্টিশক্তি কমতে পারে কালো চশমা: গবেষকরা

“মাথাপিছু আয় বৃদ্ধির ফলে মানুষের মাঝে জাতীয় আয়ের সুষম বণ্টন হচ্ছে, তা নিশ্চিত করছে না। কোভিডসহ নানা কারণে বৈষম্য বেড়েছে। তবে মাথাপিছু আয় বৃদ্ধির ইতিবাচক দিক হলো, অর্থনীতি গতিশীল আছে। সাধারণ মানুষ কিছুটা হলে লাভবান হচ্ছেন। তবে সেই লাভ হতদরিদ্রদের দরিদ্র দশা থেকে উত্তরণে ভূমিকা রাখছে কি না, তা দেখতে হবে।” সংবাদমাধ্যমকে এ কথা বলেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)’র নির্বাহী পরিচালক সেলিম রায়হান।

নভেম্বর ০৪.২০২১ at ১১:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ