ওমরাহ পালনে শর্ত শিথিল: প্রতিদিন ১ লাখ মানুষ

কোভিড ১৯ কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিথিল হয়েছে পবিত্র ওমরাহ পালনের শর্ত। শুরুতে সীমিত সংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ।

 প্রতিদিন গড়ে ১ লাখ মানুষ পবিত্র ওমরাহ্ আদায় করছেন। সৌদি আরবের হজ ও ওমরাহ্ মন্ত্রণালয়ের সূত্রে দেশটির বিভিন্ন গনমাধ্যম জানায়, প্রতিদিন যাতে ১ লাখ মানুষ ওমরাহ্ আদায় করতে পারেন সে লক্ষ্যে এরইমধ্যে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

দৈনিক ওমরাহ্ আদায়কারীর সংখ্যা বাড়ানো হলেও স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর নির্দেশ দেয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।

আরো পড়ুন:
ফেসবুক সেবাই বিঘ্ন:  ধনীর তালিকায় পিছিয়ে গেলেন জাকারবার্গ
দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যা: যশোর কারাগারে ২ জনের ফাঁসি কার্যকর

ওমরাহের আবেদনের জন্য বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে সৌদি আরবে অনুমোদিত করোনার টিকা গ্রহণের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে।

সৌদি আরবে বর্তমানে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, জনসন অ্যান্ড জনসন এবং বুস্টার ডোজ নেয়া সাপেক্ষে সিনোভ্যাকের টিকার অনুমোদন রয়েছে।

এর আগে, সবশেষ আগস্টে দেশি-বিদেশি ৬০ হাজার মুসল্লিকে ওমরাহ্ পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার।

অক্টোবর ০৫.২০২১ at ১২:৩৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ