পাইকগাছায় সরকারি চাল কালোবাজারে বিক্রি

পাইকগাছায় ফেয়ার প্রাইসের চাল গোপনে খোলাবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। উক্ত চাল অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রির কথা। তবে অভিযোগ, নিযুক্ত ডিলারের লোকেরা ক্রেতাদের সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে থাকেন।

এমনকি অকথ্য ভাষায় গালি-গালাজের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব কারণে সংশ্লিষ্ট ক্রেতাদের মধ্যে চাল নিতে আগ্রহও কমেছে। আর এসব সুযোগে সংশ্লিষ্টরা গোপনে প্রতি ৫০ কেজি বস্তার চাল কালোবাজারে ১৯ শ’ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করে নিচ্ছে।

অভিযোগ রয়েছে, পৌরসভায় নিয়োজিত ডিলারদের মধ্যে বরাদ্দকৃত চাল প্রথমে কালো বাজারে বিক্রির পর সরকারি বস্তা থেকে ঢেলে বাজারে প্রচলিত বস্তায় ভরে স্বাভাবিক খোলা বাজারে বিক্রি করা হচ্ছে।

আরো পড়ুন :
বাংলাবাজার-শিমুলিয়া রুটে চললো পরীক্ষামূলক ফেরি
কোটচাঁদপুরে পুলিশ চেকপোষ্টের কাছে ডাকাতি, মোটরসাইকেল-মোবাইল ফোন লুট!

এমনি বস্তা পরিবর্তনের অডিও-ভিডিও চিত্র পৌছে গেছে স্থানীয় গুমাধ্যম কর্মীদের কাছে। যার মধ্যে শহীদ গফুর স্কুলে, শাহাদাৎ মীরের বাড়ি ও থানার পাশের কেন্দ্রে এসব ঘটনা ঘটছে বলেও অভিযোগে জানানো হয়।

এব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ইউএনও’র জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা।

অক্টোবর ০৪.২০২১ at ১৮:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শেনাশা/রারি