টিকার ২ ডোজ নেওয়া ২৭ মেডিকেল শিক্ষার্থী করোনায় আক্রান্ত

মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের পৌরসভা পরিচালিত কিং এডওয়ার্ড মেমোরিয়াল (কেএএম) হাসপাতালের ২৯ শিক্ষার্থী কোভিড ১৯ পরীক্ষায় পজিটিভ এসেছেন। যার মধ্যে দুজন বাদে বাকি সবাই করোনা ভাইরাস টিকার দুটি ডোজ নিয়েছেন।

কর্মকর্তারা বলেন, আক্রান্ত শিক্ষার্থীর মধ্যে ২৩ জন এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, আর ছয়জন প্রথম বর্ষের। দুই শিক্ষার্থীকে চিকিৎসার জন্য সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লিভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভ এমন খবর দিয়েছে। কেএএম হাসপাতালের ডিন ডা. হেমন্ত দেশমুখ বলেন, কলেজটিতে এক হাজার ১০০ শিক্ষার্থী এমবিবিএস কোর্সে লেখাপড়া করছেন।

ভারতে করোনাভাইরাসের সংক্রমণের গতি কমতে থাকলে বেশ কিছু কলেজ ও স্কুল খুলে দেওয়া শুরু হয়েছে। তবে সেখানে নাগরিকদের জোর গতিতে টিকা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:
সাভারে বাড়ির ছাদে গাঁজা চাষ, ২৫ গাছসহ আটক ১
নড়াইলে বিশ্ব পযটন দিবস উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

এদিকে ভারতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৫২৯ জনের করোনা পজিটিভ এসেছে। এ সমযে মারা গেছেন ৩১১ জন। সংক্রমণের এই সংখ্যা আগের দিনের চেয়ে ২৪ শতাংশ বেশি। বুধবার দেশটিতে ২০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটিতে এ পর্যন্ত তিন কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন চার লাখ ৪৮ হাজার ৬২ জন। ভারতে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার হার ৯৭ দশমিক ৮৫ শতাংশ।

করোনায় আক্রান্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৮ হাজার ৭১৮ জন। এ নিয়ে সেখানে মোট সুস্থ হওয়ার সংখ্যা তিন কোটি ৩০ লাখ ১৪ হাজার ৮৯৮ জন। দৈনিক আক্রান্তের সংখ্যায় রাজ্যগুলোর মধ্যে এগিয়ে আছে কেরালা, গত একদিনে ১২ হাজার ১৬১ জন সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১৫৫ করোনা রোগী।

সেপ্টেম্বর ৩০.২০২১ at ১৬:২৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ