সাভারে বাড়ির ছাদে গাঁজা চাষ, ২৫ গাছসহ আটক ১

সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ টি গাঁজা গাছসহ হোসেন আলী (৫০) নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার সময় সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকার হোসেন আলির বাড়ির ছাদ বাগানে ২৫টি গাঁজা গাছ সহ তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হোসেন আলীর পিতার নাম হাজী মোহাম্মদ আতাউল্লাহ মিয়া। তিনি ছাদ বাগানে বিশেষভাবে ২৫ টি গাঁজা পরিচর্যা করে আসছিল ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হোসেন আলীর বাড়ির ছাদ বাগানে অভিযান পরিচালনা করি। তার বাগানে প্লাস্টিকের বস্তা ও টিনের বিশেষ টপে ২৫ টি গাঁজা গাছ পাওয়া গেছে।

আরো পড়ুন:
নোয়াখালী আ’লীগ আহ্বায়ক কমিটি ঘোষণা, স্থান হয়নি কাদের মির্জার
ভূঞাপুরে টিকা নিতে আসা বৃদ্ধা হয়রানির শিকার

পরে গাঁজা গাছ সহ তাকে আমরা গ্রেফতার করি। ১তলা বাড়ির ছাদের চারপাশ প্লাস্টিকের বস্তা দিয়ে বিশেষভাবে ঘিরে রাখা হয়েছিল গাজা গাছ গুলো কে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো আব্দুল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হোসেন আলীর বাড়ির ছাদ বাগানে গাঁজার চাষ করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৫ টি গাঁজা গাছ পাওয়া যায়। গাঁজা চাষের অভিযোগে হোসেন আলীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

সেপ্টেম্বর ৩০.২০২১ at ১৬:১৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সহ/জআ