কুয়াকাটা সৈকতে আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালিত

সাগর বাঁচলে বাঁচবে পৃথিবী’ এই প্রতিপাদ্য নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ‘আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ২০২১´পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় পটুয়াখালী মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের আয়োজনে সৈকতের পরিচ্ছন্নতায় ব্যাপক সচেতনতার উদ্দেশ্যে, বর্নাঢ্য শোভাযাত্রা ৪ কিলোমিটার এলাকা জুড়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এক কিলোমিটার সী বিচ এলাকা পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এসকল কর্মসূচিতে স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক, ট্যুরিস্ট পুলিশ, পর্যটক অংশগ্রহন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিনা পারভীন সিমা, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক যথাক্রমে মিজানুর রহমান, জাহাঙ্গির হোসেন, হাসনাইন পারভেজ, মইনুল ইসলাম, ওয়াল্ডফিস বাংলাদেশের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব প্রমূখ।

আরো পড়ুন :
কেন ডেঙ্গু এত ভয়ংকর
নিউজিল্যান্ড পাকিস্তানের ক্রিকেটকে হত্যা করেছে

সব শেষ উপকূল দিবস উদযাপন উপলক্ষে যুবসমাজকে আরো স্বেচ্ছা শ্রমে সামাজিক কর্মকান্ডে অন্তর্ভূক্ত করতে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সাগর দূষণ রোধ ও সমুদ্র সৈকত এবং উপকূলীয় নদ-নদীর পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করবো। সেই উদ্যোগে স্থানীয় প্রসাশনসহ সর্বস্তরের মানুষ এবং পর্যটকদের নিয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টিতে আমরা বিভিন্ন কর্মসূচী পালন করেছি। আশা করছি আমরা সফল হবো।

সেপ্টেম্বর  ১৮.২০২১ at ১৬:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আহর/রারি