সিয়ামের এমন বেশের রহস্য কী?

গানে গানে লুসাই পাহাড়ের নাম শোনেননি এমন সংগীত পাওয়া দুষ্কর। ক্ষুদ্র নৃগোষ্ঠী লুসাইদের বসবাস সেখানে। যাদের দেখা মেলে সাজেকে গেলে। এবার তাদের আতিথেয়তা গ্রহণ করলেন সিয়াম আহমেদ। সঙ্গে মিলেছে আরও একজনকে! না, কোনও নায়িকা নন। কারণ সিনেমার শুটিংয়ে যাননি এই নায়ক।

পরে জানা গেছে, গিয়েছিলেন সস্ত্রীক। দেখেছেন লুসাইদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। সেই সঙ্গে দু’জনে পরেছেন তাদের রাজা-রানির ঐতিহ্যবাহী পোশাকও। তুলেছেন ছবিও।

সিয়াম বললেন, ‘লুসাই প্রধানের আমন্ত্রণে গিয়েছিলাম। ওনার মেয়ে তাদের সংস্কৃতি, কৃষ্টি, পরিবেশ ঘুরিয়ে দেখিয়েছেন আমাদের। তারপর লুসাই প্রধান অনুরোধ করেন, তাদের ঐতিহ্যবাহী পোশাক পরতে। তাহলে আমাদেরকে তাদের অংশ বলে মনে হবে। খুবই ভালো লেগেছে তাদের আতিথেয়তায়।’

আরো পড়ুন :
রামেকের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু
বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনে কাজ করবে ৭ প্রতিষ্ঠান

জানা যায়, চলতি মাসের শুরুতে সাজেক ঘুরতে গিয়েছিলেন তার স্ত্রী অবন্তী। সেখানে ক’দিন অবকাশে ছিলেন তারা। সেসময়ই লুসাই প্রধানের আতিথেয়তা গ্রহণ করেন এ দম্পতি।

ঢাকাই ছবির এ নায়ক আপাতত ব্যস্ত দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নিয়ে। কয়েকদিনের বিরতির পর এটির কাজ আবারও শুরু হবে। সিয়াম জানান, এরপর তিনি সঞ্জয় সমদ্দারের ‘বায়োপিক’ ছবির কাজ শুরু করবেন। তার সঙ্গেই ফের শুটিং ফিরছেন পরীমণি। দু’জনেরই মুক্তিপ্রাপ্ত শেষ ছবি ‘বিশ্বসুন্দরী’।

সেপ্টেম্বর  ১৬.২০২১ at ১২:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/রারি