পেকুয়ায় বিদ্যুতষ্পৃষ্টে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতষ্পৃষ্টে মনোয়ারা বেগম (৪২) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম একই এলাকার আব্দু শুক্করের স্ত্রী। তিনি ছয় সন্তানের জননী বলে জানা গেছে।

স্থানীয় আওয়ামীলীগ নেতা ও মৌলভীপাড়ার বাসিন্দা জহির উদ্দিন বলেন, বাতাস করার জন্য সুইচবোর্ডে হোল্ডার লাগিয়ে টেবিল ফ্যানের সংযোগ দেয়। এ সময় ফ্যান অন করার সময় ধাক্কা দিলে একটু দুরে গিয়ে সটকে পড়েন তিনি। এ সময় তার করুন মৃত্যু হয়।

আরো পড়ুন :
অন্তঃসত্ত্বা অবস্থায় রক্তচাপ বাড়লে হতে পারে বিপদ
আ.লীগের কেন্দ্রীয় সভায় উঠে এলো তৃণমূলে কোন্দলের চিত্র

নিহতের স্বামী আব্দু শুক্কর বলেন,বিদ্যুতষ্পৃষ্টে মারা যায় আমার স্ত্রী। বাড়িতে কেউ ছিলোনা। মাছ ধরার জন্য জালের নিয়ে যেতে মুন্নী আক্তার নামে এক শিশু বাড়িতে আসে। কোন সাড়া শব্দ ছাড়া রুমে পড়ে থাকা অবস্থায় দেখতে পায় তাকে। এ প্রসঙ্গে রাজাখালী ইউপির চেয়ারম্যান ছৈয়দ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেপ্টেম্বর  ১০.২০২১ at ১৬:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমজু/রারি