নড়াইলে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ

নড়াইলে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদের ২০২০-২০২১ অর্থবছরে বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন।

এর আগে মহিলা বিষয়ক অধিদপ্তরের সভাকক্ষে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান,মহিলা বিষয়ক অধিদপ্তর ,নড়াইলের উপ-পরিচালক মো আনিছুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সরকারি কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইল কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ চেকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন চৌগাছার ৬০ টি পরিবার
আপিল বিভাগে বিচারপতি কম, বাড়ছে মামলাজট

জেলার মোট ৩০ স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের মাঝে ৯ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয় ।

সেপ্টেম্বর  ০৯.২০২১ at ১৫:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি