৩৩৩ নম্বরে কল দিয়ে খাদ্য সহায়তা পেলেন চৌগাছার ৬০ টি পরিবার

করোনাকালিন সময়ে খাদ্য অভাবে পড়ে বিভিন্ন সময়ে ৩৩৩ নম্বারে কল দিয়ে খাদ্য সহায়তার আবেদন করেন চৌগাছার ৬০ পরিবার।

বুধবার উপজেলার বিভিন্ন এলাকার এই পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়েছেন।

৩৩৩ থেকে চৌগাছা উপজেলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এর পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তাক আহমেদ আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করেন।

বুধাবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এসব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান ড.মোস্তানিচুর রহমান।

খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে ১০ কেজি চাল, ৫ কেজি আটা, ২ কেজি তেল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণ দেয়া হয়েছে।

আরো পড়ুন :
নরসিংদীতে পৃথক স্থানে ট্রেনে কাটাপড়ে ৩ যুবকের মৃত্যু
অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের মৃত্যু

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম প্রমুখ।

সেপ্টেম্বর  ০৮.২০২১ at ২১:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি