মৃত্যু ও শনাক্ত আরও কমলো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৯৩ জনে।
শনিবার (০৪ সেপ্টেম্বর) কোভিড-১৯ রোগ নিয়ে হালনাগাদ তথ্য জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদবিজ্ঞপ্তিতে এমন তথ্য দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৪৩ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লাখ ১২ হাজার ২৬ জন।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৪২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৪ লাখ ৪৬ হাজার ৩ জন।
এরআগে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭০ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৬৭ জন। বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪৩৬ জন। বুধবার (০১ সেপ্টেম্বর) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৬২ জন। মঙ্গলবার (৩১ আগস্ট) গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৫৭ জন।

আরো পড়ুন :
৫ লাখ টাকার লোভের শিশু আল-আমিনকে হত্যা
চাকরিজীবী ছেলে-মেয়ের মধ্যে বিয়ে বন্ধে আইন করুন : সংসদে এমপি বাবলু

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছর ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সেপ্টেম্বর  ০৪.২০২১ at ২১:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ভোপা/রারি