দেশে করোনায় ১৬৪ জনের মৃত্যুর রেকর্ড

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে। এ সময়ে ৯ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬৪ জনের মধ্যে ৫৫ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪০, চট্টগ্রামে ১৮, রাজশাহীতে ১৬, বরিশালে ৯, সিলেটে ৮, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৫ হাজার ৪২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ২টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭ লাখ ৫৭ হাজার ৫৬২টি।

গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশর উপরে। এর মধ্যে জুলাইয়ের প্রথম দিন করোনায় রেকর্ড ১৪৩ জন মারা যান। গতকাল করোনায় ১৫৩ জনের মৃত্যু হয় এবং আজ করোনায় মারা গেলেন ১৬৪ জন। প্রতিদিনই মৃত্যুর রেকর্ড হচ্ছে।

আরো পড়ুন:
ন‌ওগাঁর আত্রাইয়ে পথ শিশুদের মাঝে খাবার বিতরণ
বন্যার পানিতে বিলীন হল সড়ক, চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো!

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

জুলাই,০৫.২০২১ at ২০:১৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর