নারায়ণগঞ্জে গ্যাসলাইনের আগুনে ৪ নিরাপত্তাকর্মী দগ্ধ

নারায়ণগঞ্জের কাঁচপুরের আল নূর পেপার মিলের গ্যাসলাইনের রাইজারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে পুড়েছেন কারখানার চার নিরাপত্তা কর্মী। রোববার (০৪ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের সহায়তায় আহত চারজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেন। তাদেরকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরেফিন সিদ্দিক। তিনি জানান, কাখানায় টানা গ্যাসলাইনের রাইজার লিকেজ থেকে হঠৎ আগুন ধরে রাইজারের পাশে থাকা সিকিউরিটি গার্ডের চার সদস্য আসাদুজ্জামান, ফারুক মিয়া, মোস্তাফিজুর রহমান ও তৌহিদ মিয়া দগ্ধ হন।

আরো পড়ুন:
কোটচাঁদপুরে নির্মানাধীন ৫০ শয্যা হাসপাতালের কাজে অনিয়ম!
রক্তি নদীর সেতুর নিচ দিয়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ডিএডি) তাহের হোসেন জানান, রাত একটার দিকে আমাদের কাছে খবর আসে কাচঁপরের আল নূর পেপার মিলে গ্যাসের রাইজারের লিকেজ থেকে আগুন ধরেছে। আগুনটি আকারে বড় হওয়ায় রাইজারের পাশের সিকিউরিটি দায়িত্ব পালন করা চার জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় দগ্ধ চার জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠায়।

জুলাই,০৫.২০২১ at ১০:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমটি/এসআর