পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের দল ঘোষণা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজজয়ী দলটাই পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত রেখেছে তারা।

পারিবারিক কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ওয়ানডে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন বাঁহাতি টপঅর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান। তার জায়গায় ডাক পান তরুণ ওপেনার টম ব্যান্টন। পাকিস্তানের বিপক্ষে সিরিজেও সুযোগ পেয়েছেন ব্যান্টন।

৮ জুলাই (সোমবার) কার্ডিফে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড ও পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ ও ১৩ জুলাই। শেষ ম্যাচ দুটি হবে যথাক্রমে লর্ডস ও এজবাস্টনে। দু’দলের এই সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অন্তর্ভুক্ত।

আরো পড়ুন:
যশোরের শার্শায় যুবকের পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
মাদারীপুরে গ্রামীণ হাট-বাজারেও অভিযান, ৭৭ মামলায় ৮৪ হাজার টাকা জরিমানা

ইংল্যান্ড ওয়ানডে দল: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডওসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।