নাইক্ষ্যংছড়ি উপবন লেকের ওয়াচ টাওয়ার’ এর উদ্ধোধন করলেন জেলা প্রশাসক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের উপবন পর্যটন লেকে ওয়াচ টাওয়ার এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসাক।

রবিবার( ৬ জুন ২০২১ইং) সকাল সাড়ে ১১টায় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি উপবন পর্যটন লেক পরিদর্শনের শেষে উপবন লেকে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অফরিন কচি’র বাস্তবায়নে ওয়াচ টাওযার তিনি উদ্বোধন করেন।

বান্দরবান জেলা প্রশাসক উদ্বোধনকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি’র সার্বিক বিষয়ে প্রসংশা করে বলেন, উপবন পর্যটন লেকটি দারুন সুন্দর হয়েছে এবং এটি একটি চমৎকার উদ্যোগ।

আরো পড়ুন:
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
সাবেক এমপি বাচ্চু মোল্লার ভাইয়ের ইন্তেকাল
সিলেটের জৈন্তাপুরে ধ্বংসের মুখে জীববৈচিত্র্য

উপবন লেকের ওয়াচ টাওয়ার এর উদ্ধোধন সময়ে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি, বান্দরবান জেলাপরিষদ সদস্য ক্যানোওয়ান চাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়ে মার্মা, ভাইস চেয়ারম্যান (মহিলা) শামীমা আক্তার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার,ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবদ্দীন টুক্কু, সদস্য মো: ইউনুছ, উপজেলা মসজিদের ইমাম মৌ: ফরিদুল আলমসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

জুন, ০৬, ২০২১ at ১৪:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/এমএকে/এসআর/এমআরএইচ