নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে ১৪০০পিচ ইয়াবাসহ আটক-২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন’র তত্ত্বাবধান ও পরিকল্পনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ২জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার( ৩ জুন) রাত ২ টায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন এর সার্বিক তত্বাবধানে এসআই(নিঃ)মো: ইউনুছ মিয়া’র সঙ্গীয় ফোর্সসহ ৩নং ঘুমধুম ইউপি এবং ৫নং ওয়ার্ডের উখিয়া টেকনাফ রোডের টিভি টাওয়ার পাশে ইয়াহিয়া গার্ডেনের প্রবেশ মুখে রাস্তার উপর চেকপোষ্টে ডিউটিকালে এই অভিযান পরিচালনা করে ঢাকার খিলগাঁও উপজেলার মো: রেজু মিয়ার মেয়ে ১।মোছাম্মদ শিউলি শিল্পী (৪৩) এবং ঢাকার (নন্দিপাড়ার) মোহাজন কলনীর অাব্দু রশিদ ওরপে জন্তর অালীর ছেলে ২। মো; নুরুজ্জামান (৪১) কে আটক পূর্বক তাদের হেফাজত থেকে ১ হাজার ৪ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরো পড়ুন:
পেকুয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন সত্যতা নিশ্চিত করেন।