নাইক্ষ্যংছড়িতে ১১বিজিবির পৃথক ২ অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক ২ অভিযানে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি। মঙ্গলবার ভোরে আর দুপুরে এ অভিযান দু’টি পরিচালিত হয়। তবে এ দু ‘ঘটনায় আটক নেই। সূত্র জানায়,বিজিবি কতৃর্পক্ষ গোপনে সংবাদ পান বাইশারী ইউনিয়নের মুরুং পাড়া এলাকায় সন্ত্রাসীরা উৎপেতে আছে।তারা এতে ঝটিকা অভিযান চালান। এ সময় একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করেন বিজিবি দলটি। এতে নের্তৃত্ব দেন ১১ বিজিবির সুবেদার তাহাজ্জেল হোসেন।

আরও পড়ুন
২ যুগ ধরে কালীগঞ্জ শহরে দোকান মালিকদের দুপুরের গরম গরম খাবার পৌছে দিচ্ছেন আছির উদ্দীন
পাইকগাছার সোলাদানা ইউনিয়নে সচ্ছতার সাথে মাতৃত্বকালীন ভাতার কার্ড যাচাই-বাছাই সম্পন্ন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যবিপ্রবিশিস-এর মানববন্ধন

অপর ঘটনাটি ঘটে দুপুর ১২ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায়। এখানে বসেছিলো ইয়াবার হাট। পরিস্থিতি টের পেয়ে কারবারীরা দ্রুত ছটকে পড়লেও প্রথম বেচাকেনার ৪ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি দলটি।এ কারণে বাকি বেচা কেনা ভেস্তে যায়। এ অভিযানেও নেতৃত্ব দেন ১১ বিজিবির সুবেদার তাহাজ্জেল হোসেন।

এ বিষয়টি ৯ ডিসেম্বার সন্ধ্যায় নিশ্চিত করে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ জানান,পাহাড়ের সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র ও মিয়ানমার সীমান্তেে ইয়াবাসহ অবৈধ পণ্য আটকে তৎপর আছে ১১ বিজিবি । তারই ধারাবাহিকতায় মঙ্গলবার এই দুটি অভিযান চালানো হয়।

ডিসেম্বর, ০৯, ২০২০ at ১৯:২২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএকে/এমআরআই