পাইকগাছার সোলাদানা ইউনিয়নে সচ্ছতার সাথে মাতৃত্বকালীন ভাতার কার্ড যাচাই-বাছাই সম্পন্ন

পাইকগাছার সোলাদানা ইউনিয়ন পরিষদ অঙ্গনে দরিদ্র মা’র মাতৃত্বকালীন ভাতার কার্ড সচ্ছতার সাথে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকালে ১৫২টি আবেদনপত্র যাছাই-বাছাই করা হয়। যার মধ্যে ৫০ জনকে ভাতার কার্ড প্রদান করা হবে।

আরও পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যবিপ্রবিশিস-এর মানববন্ধন
বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা

সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সকল ইউপি সদস্যদের উপস্থিতে যাচাই বাচাই সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যানী মন্ডল, আজিজুর রহমান লাভলু, হাফেজ আঃ সবুর, আবুল কাসেম, আবু বক্কর সিদ্দিকী, জেসমিন সুলতানা ও সচিব শেখ মিরাজুল ইসলাম। দরিদ্র পরিবারের এক বা দু’সন্তানের মায়েদেরকে যাচাই-বাছাইতে অগ্রাধিকার দেয়া হয়েছে।

এ সময় চেয়ারম্যান সংক্ষিপ্ত আলোচনায় বলেন, এ ভাতার কার্ডের জন্য কোন প্রকার টাকা লেনদেন করবেন না।

ডিসেম্বর, ০৯, ২০২০ at ১৮:৩৯:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/ইএইচ/এমআরআই