সংখ্যালঘুদর উপর হামলা ও নির্যাতন বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন

সারাদশ সরকারর উনয়ন ও কর্মকান্ডর অগ্রগতি ব্যহত করার জন্য ধর্মর জিগির তুল সাম্প্রদায়িকতার বিরুদ্ধ নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়ছ। শনিবার সকাল সাড় ১০টায় শহরর লিটন ব্রিজর মাড় বাংলাদশ হিদু বদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জলা শাখার উদ্যাগ এই কর্মসূচী পালন করা হয়।

এত বক্তব্য রাখন হিদু বদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জলার আহবায়ক পিযূজ কুমার সরকার, সদস্য সচিব প্রনব কুমার, সদস্য মাধব চদ্র, প্রতাপ চদ্র সরকার, পর কমিটির সাধারন সম্পাদক বাদল, আত্রাই উপজলার সভাপতি স্বপন দত্ত, বদলগাছী উপজলার সাধারন সম্পাদক তপন কুমারসহ ঐক্য পরিষদ নতবদরা।
আরও পড়ুন:
যবিপ্রবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ঝিনাইদহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের মানববন্ধন
জীবননগরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

বক্তরা বলন, সরকারি উনয়ন ও কর্মকান্ডর বাধাগ্র¯ করার জন্য বিভিন জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদর উপর হামলা ও নির্যাতন বন্ধ, ৭২ এর সংবিধান মল আদল ফিরিয় দওয়া, ধর্ম আবমাননার কথিত দায় গ্রফতারকত ভিকটিমদর অনতিবিলম্ব মুক্তি, সংখ্যালঘু ছাত্রদর বিরুদ্ধ প্রদত্ত শাকজ নাটিশ প্রত্যাহার দাবি জানান। এছাড়াও ধর্ম কথিত দায় হামলা করা চলব না বলও জানান তারা।

০৭ নভেম্বর, ২০২০ at ১৮:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআর/আরএইচ