জীবননগরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

চুয়াডাঙ্গার জীবননগরে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে জীবননগর উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ই নভেম্বর) সকাল ১০টার সময় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” প্রতিপাদ্যে জীবননগর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাপ্ত হয়।
আরও পড়ুন:
শিবগঞ্জে পৃথক পৃথক ঘটনায় ৩ গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিষেধাজ্ঞা শিথিলে স্বাভাবিক হচ্ছে ভারত-বাংলাদেশ যাতায়াত

পরে উপজেলা পরিষদের অডিটরিয়াম রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মুনিম লিংকনের সভাপতিত্বে উক্ত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সমবায় অফিসার মোতাহার হোসেনসহ অন্যরা।

আলোচনা সভা শেষে বেশ কয়েকটি সমবায় সমিতির পরিচালকের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান। উল্লেখ্য, জীবননগর উপজেলায় মোট ১৩২টি সমবায় সমিতি রয়েছে যার মধ্যে ৩টি সমবায় সমিতি তাদের ইতিবাচক কার্যকলাপের জন্য খুলনা বিভাগের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

০৭ নভেম্বর, ২০২০ at ১৬:১৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/আরএইচ