সিরাজগঞ্জে টিয়া পাখি উদ্ধার ও অবমুক্ত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ চর-পাড়া এলাকা থেকে ৩টি টিয়া পাখি
উদ্ধার করে তা অবমুক্ত করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার গাড়াদহ বাসস্ট্যান্ডে টিয়া পাখিসহ
কুষ্টিয়া জেলার খন্দবাড়ী গ্রামের মাসুদ (৪৫) কে আটক করে স্থানীয়রা। খবর
পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এস.আই রুবেল ও পরিবেশবাদী সংগঠন দি
বার্ড সেফটি হাউজের সভাপতি মামুন বিশ্বাস সেখানে উপস্থিত হন। পরে
মুচলেকা দিয়ে মুক্তি পায় পাখি শিকারী মাসুদ।
আরও পড়ুন:
কালীগঞ্জের অগ্রনী ব্যাংকে ঋন জালিয়াতিতে তুলকালাম

৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন করতে হবে

মামুন বিশ্বাস জানান, উপজেলার বিভিন্ন স্থানে বাঁশের সাথে আঠা লাগিয়ে
মুক্ত টিয়া পাখি এই চক্র আটক করে। সেই আটক পাখিগুলো বিভিন্ন স্থানে
বিক্রি করে। মাসুদকে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহার
কার্যালয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। উদ্ধার করা ৩টি টিয়া পাখির পালক
তুলে ফেলায় ভাল ভাবে উড়তে পারছে না। পরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা
ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করে
উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পাশে পাখিগুলো অবমুক্ত করা হয়েছে।

০৭ নভেম্বর, ২০২০ at ১৭:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এআর/আরএইচ