সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল পুলিশ

অরবিন্দ ডি সিলভা, উপুল থারাঙ্গার পর এবার কুমার সাঙ্গাকারাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকল শ্রীলঙ্কান পুলিশ। শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগে কিছুদিন আগে অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে ইচ্ছে করে হেরেছিল শ্রীলঙ্কা। আলুথগামাগে বিশ্বকাপের ওই সময়টায় ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

তার এই বক্তব্যে লঙ্কান ক্রিকেটে ঝড় উঠে। গত মাসেই সরকার তার অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেয়। সেই তদন্তের অংশ হিসেবে ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া কুমার সাঙ্গাকারার বক্তব্য রেকর্ড করা হবে।

আরও পড়ুন :
ত্বকের লাবণ্য ধরে রাখতে, ওজন নিয়ন্ত্রণে জামরুল
চীনে নতুন ফ্লু ভাইরাস শনাক্ত, বিশ্বজুড়ে মহামারির শঙ্কা
চিনি পরিহারে মিলবে আশ্চর্য পাঁচ উপকার!
এই সময় কাঁঠাল খাওয়া কেন জরুরি?

শ্রীলঙ্কার ইংরেজি দৈনিক ডেইলি মিরর জানিয়েছে, লঙ্কান স্পোর্টস মিনিস্ট্রির স্পেশাল ইনভেস্টিগেশন বিভাগ বৃহস্পতিবার সকাল ৯টায় সাঙ্গাকারার বক্তব্য রেকর্ড করবে।

এর আগে তারা ২০১১ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের নির্বাচক কমিটির প্রধান অরবিন্দ ডি সিলভা ও ওপেনার উপুল থারাঙ্গাকে জিজ্ঞাসাবাদ করে। ২৪ জুন স্পেশাল ইনভেস্টিগেশন বিভাগ আলুথগামাগের বক্তব্য রেকর্ড করে।

জুলাই ০২, ২০২০ at ১৪:২১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/দেরু/এমএআর