রায়পুর প্ল্যাটফর্মে’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে মাহামারী করোনায় দেশের এই ক্রান্তিলগ্নে স্বেচ্ছাসেবী সংগঠন রায়পুর প্ল্যাটফর্মের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) উপজেলার ৬টি ইউনিয়নে ৫০ জন প্রতিবন্ধীদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে প্রতি প্যাকেট রয়েছে, চাল, ডাল, আলু, তেল, লবণ।

আরো পড়ুন :
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়
শিক্ষক ও এতিম শিশুদের মাঝে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা
পাইকগাছায় সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্বোধন

যাদের আর্থিক সাহযোগীতায় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে তাহারা হলেন, রায়পুর প্লাটফর্মের এডমিন রেজোয়ান ফয়সাল, হাছান মাহমুদ আজাদ, রিয়াজ হোসেন উজ্জল, মারুফ মোহাম্মদ, ইয়ামিন হোসেন, মনোয়ার আহমেদ প্রান্ত, মিস্টার, মোঃ সুমন, শান্ত , তাহমিদ রেদওয়ান হোসেন, মোহাম্মদ আপন এবং সকল মডারেটর প্রমুখ ।
উপহার সামগ্রী বিতরণে রায়পুর প্লাটফর্মের এডমিন মডারেটরসহ যাহারা অর্থ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।

মে ১৮, ২০২০ at ২০:১৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/একে/এএডি