পাইকগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযান : জরিমানা আদায়

পাইকগাছার কপিলমুনি বাজারে সোমবার (১৮ মে) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের কাজ থেকে ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন।

পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাতুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে চাউল ব্যবসায়ী প্রল্লাদ সাধুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ হাজার, কাপড় ব্যবসায়ী আল্লাদ দেকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০০ টাকা, মুদি দোকানী বিপ্লব সাধু ও রবীন্দ্রনাথ দত্তকে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় ৪ হাজার টাকা জরিমানা করেন।

আরো পড়ুন :
ঘূর্ণিঝড় আম্পান : পায়রা, মোংলায় ৭ এবং কক্সবাজার, চট্টগ্রামে ৬ নম্বর বিপদ সংকেত
রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ তিন ছিনতাইকারী আটক
প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলেন রাজশাহীর ৫৭ চরমপন্থী

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজীব আহসান সাদ, কপিলমুনি ফাঁড়ি ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সঞ্চয় দাশ, ইউনিয়ন ভূমি নায়েব জাকির হোসেন, এএসআই প্রভাষ মিত্র, ইউপি সদস্য আজিজ বিশ্বাস, পেশকার প্রতুল জোয়ার্দ্দার ও কনস্টেবল ফুরকান আহমেদ নিরবসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মে ১৮, ২০২০ at ১৯:৪৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এএইচ/এএডি