চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের রোগীদের জন্য এসি দিলেন মেয়র প্রার্থী রেজাউল করিম

প্রচন্ড গরমে ফিল্ড হাসপাতালে যখন করোনায় আক্রান্ত রোগী ও তাদের চিকিৎসাসেবা দিতে গিয়ে কর্মরত ডাক্তারেরা কষ্ট পাচ্ছেন তা দেখে ব্যথিত হন তিনি চট্টগ্রাম কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামীলীগের মেয়রপ্রার্থী এম. রেজাউল করিম।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালকে নিজ অর্থায়ানে একটি এসি উপহার দিয়েছেন তিনি।

আরো পড়ুন :
আসছে ঘূর্ণিঝড় আমফান, খুলনা দিয়ে ঢুকতে পারে দেশে
করোনায় রাজশাহীর আম রফতানি নিয়ে অনিশ্চয়তা
পিকআপ ভ্যানের চাপায় পিতা নিহত, পুত্র আহত

শনিবার (১৬ মে) নিজ উদ্যোগে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ও প্রধান নির্বাহী ডা. বিদ্যুৎ বড়ুয়ার কাছে এসি হস্তান্তর করেন এম. রেজাউল করিম।

তিনি বলেন, ‘করোনা রোগী চিকিৎসায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের ভূমিকা অনন্য। তাদের সহোযোগিতা করতে আমার ব্যাক্তিগত উদ্যোগে তাদের ১ টি এসি দেয়া হয়।’

এসি প্রদানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো: ইলিয়াস উদ্দিন, আজিজুর রহমান আজিজ ও চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল কর্তৃপক্ষ।

মে ১৬, ২০২০ at ২০:০১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএম/এএডি