রায়পুরে করোনা উপসর্গ নিয়ে সাবেক রেলওয়ে কর্মকর্তার মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে বানমী ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে করোনা উপসর্গ নিয়ে মোজাম্মেল হোসেন মোহন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মে) সকালে কাঞ্চনপুর তাঁর নিজ বাড়িতে তিনি মারা যান।

মোজাম্মেল হোসেন মোহন ঐ এলাকার মৃত মোহাম্মদ উল্যা’র ছেলে ও সাবেক রেলওয়ে কর্মকর্তা।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকা থেকে আসার পরই প্রচণ্ড জ্বর, সর্দি কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

আরো পড়ুন :
কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাকসহ ৩ জন ছিনতাইকালে আটক !
প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্তের খবরে তোলপাড় জীবননগর উপজেলা

এই অবস্থা তিন দিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়।

শুক্রবার রাতে তার অবস্থা আরও গুরুতর হলে সকালে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন বলেন,কয়ের দিন আগে আমি তার নমুনা সংগ্রহ করে টেস্টের জন্য চট্টগ্রাম পাঠায়। কিন্তু রিপোর্ট শুক্রবার পর্যন্ত আসেনি।

এবং শ্বাসকষ্ট, জ্বর ও গলাব্যথা বেড়ে যায় তাঁর। পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

মে ১৬, ২০২০ at ১১:৩৬:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/একে/এএডি