করোনা প্রতিরোধে জনগণকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছেন এমপি টগর

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে জনগণকে সচেতন করতে মাঠ পর্যায়ে কাজ করছেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাজী আলী আজগার টগর।

বুধবার (১৩ মে) জীবননগরের মার্কেটগুলোতে উপস্থিত হয়ে জনগণকে করোনা প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা মেনে কেনাকাটা করার জন্য ক্রেতা ও বিক্রেতাদেরকে অনুরোধ করেন।

আরো পড়ুন :
রাণীনগরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
বকেয়া বিল বেতনের দাবিতে মোচিকের এমডিকে অবরুদ্ধ
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ

এ সময় এমপি মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃ আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলমসহ অন্যরা।

এর আগে উপজেলা পরিষদের হলরুমে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনার জন্য তিনি ব্যবসায়ীদের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।

গতকাল ও তিনি দর্শনার বিভিন্ন মার্কেটগুলো ঘুরে দেখেন এবং সরকারি নির্দেশনা মেনে কেনাকেটা করার জন্য সকলকে অনুরোধ করেন।

মে ১৩, ২০২০ at ১৭:১১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি