রাণীনগরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সিরাজুল ইসলাম সরকার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, উপজেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি মোছাদ্দেক খাঁন বাবলু প্রমুখ।

আরো পড়ুন :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করেছে পুলিশ
তালতলীতে মধ্যরাতে মানবিক সহায়তা নিয়ে হাজির ইউএনও আসাদুজ্জামান
দেশে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬২ এবং সুস্থ ২১৪ জন

চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ১০৪০টাকা দরে ৩হাজার ৩শত ৪১মেট্টিকটন ধান ক্রয় করা হবে। এছাড়াও উপজেলার মিলারদের কাছ থেকে ৩৬টাকা দরে ৩হাজার ৩শত ৯৬মেট্টিকটন সিদ্ধ চাল ও ৩৫টাকা দরে ৩শত ৩৭মেট্টিকটন আতপ চাল সংগ্রহ করা হবে।

মে ১৩, ২০২০ at ১৬:৫৩:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এসআই/এএডি