বাংলাদেশে তৈরি হচ্ছে করোনা প্রতিরোধক কাপড় !

বিশ্বজুরে যখন করোনার ভ্যাকসিন তৈরীরে ব্যস্ত, তখন করোনা ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করে সবাইকে অবাক করে দিল বাংলাদেশের বস্ত্র খাতের শীর্ষ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের। দেশের প্রয়োজনে সরকার এই কাপড় ব্যবহার করতে চাইলে সরবরাহ করতে চায় প্রতিষ্ঠানটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এরই মধ্যে প্রতিষ্ঠানটির কথা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কাপড় উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। উদ্বোধনের পরই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবে প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন :
ডিমলায় ৩ দফা দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন
করোনার জীবনরহস্য উন্মোচন করেছে শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে

এ কাপড় তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ রাসায়নিক পদার্থ। ফলে ওই কাপড়ে করোনা ভাইরাসসহ অন্য কোনো ভাইরাস টিকতে পারবে না। যদি কোনোভাবে কোনো ভাইরাস ওই কাপড়ে পড়ে বা লেগে যায় তাহলে মাত্র ১২০ সেকেন্ডে ওই কাপড় ৯৯.৯ শতাংশ ভাইরাসমুক্ত হবে। জাবের অ্যান্ড জুবায়েরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গণমাধ্যমকে এসব তথ্য জানায়। তারা আরও জানায়, বস্ত্র খাতে প্রতিযোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম এই কাপড় উদ্ভাবিত হয়েছে। অদূর ভবিষ্যতে অন্য দেশগুলোও এই কাপড় তৈরিতে এগিয়ে আসবে বলে তারা আশাবাদী।

মে ১৩, ২০২০ at ১৩:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/বিডি/এএডি