চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান : জরিমানা

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার (৯ মে) সদর উপজেলার বদরগঞ্জ ও সরোজঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে দুইটি ব্যাবসা প্রতিষ্ঠানকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সদর উপজেলার বদরগঞ্জ বাজারের মেসার্স মোল্লা ট্রেডার্স নামক সার-কীটনাশকের বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন :
চুয়াডাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক একটি ডিজ ইনফেক্টিং চ্যানেল স্থাপন
ত্রাণের দাবিতে কুড়িগ্রামে সড়ক অবরোধ : ইউএনও’র গাড়ি ভাংচুর
রাজশাহীতে খুলছে দোকান বাড়ছে ভিড়, বাড়ছে করোনা আতঙ্ক

পরবর্তীতে সরোজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মেসার্স শামসুল আলম নামক সার-কীটনাশকের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।

০২টি প্রতিষ্ঠানকে মোট ২০,০০০/- টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে এই জরিমানা করা হয়।

সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা মার্কেটিং অফিসার জনাব শহিদুল ইসলাম। নিরাপত্তায় ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।

মে ০৯, ২০২০ at ২০:০১:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি