চুয়াডাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক একটি ডিজ ইনফেক্টিং চ্যানেল স্থাপন

চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরে বড়বাজার কেন্দ্রিক রাস্তার প্রবেশমুখে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়েছে।
সেনাবাহিনীর সহায়তায় করোনা ভাইরাস প্রতিরোধে এই ডিজ ইনফেক্টিং টানেল স্থাপন করা হয়।

শনিবার (৯ মে) দুপুরে টানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

এ সময় পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাসহ সুধীবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আগামীকাল থেকে সীমিত আকারে চুয়াডাঙ্গার শপিংমল ও অন্যন্য দোকানপাট সমূহ খোলা রাখার কথা রয়েছে।

জনসাধারণের সুবিধার কথা চিন্তা করে সেনাবাহিনীর সহায়তায় এই টানেল স্থাপন করা হয়েছে যা কিছুটা হলেও করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ভূমিকা রাখবে বলে প্রশাসন আশাবাদী।

মে ০৯, ২০২০ at ১৮:০৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি