কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিলেন বটতলী যুব সমাজ

লক্ষ্মীপুর সদর উপজেলার ০১ নং উত্তর হামছাদী ইউনিয়নে ০৭ নং ওয়ার্ডে অসহায় কৃষকদের ধান কেটে দিয়েছে বটতলী যুব সমাজ।

চলতি মৌসুমে আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়েছেন চাষিরা। সময় মতো ধান কাটা নিয়ে যখন তারা চিন্তিত, ঠিক সেই সময়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন বটতলী যুব সমাজ।

আরো পড়ুন :
যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু
করোনা : গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭৯০
চৌগাছায় এমএম কলেজ ছাত্রীর আত্মহত্যা

টানা ১১ দিন লক্ষ্মীপুর সদর উপজেলার ০১নং উত্তর হামছাদী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের বিলে ২০জন চাষির মোট ৩৮৪ শতাংশ জমির বোরো ধান কেটে দেওয়া হয়, এবং বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আহমেদ রেজা রিহৃদয় এর নেতৃেত্ব ধান কাটা হয়।

ধান কাটায় অংশ নেন: আহম্মেদ রোজা হৃদয়, আরফিন রবিন, সবুজ কবি, রিপন হোসেন রাফিন, জাহাঙ্গীর আলম, ওমর ফারুক সোহাগ আব্দুল, রাসেল হোসেন, আজিজ বাবু, ইমরান হোসেন, সাওন হাসনাত,জাবেদ হোসেন, আক্তার হোসেন অনিক, ইকবাল হোসেন রিদয়, কামরুল হোসেন অন্তুু,সাহাদাত হোসেন সাওন, জিহাদ, সানি আলম, রনি, রিয়াজ, সজিব, মহন, মাসুম, ফয়সাল, রায়হান, জুয়েল, ইসমাইল, ফাহাদ, স্বপন সুমন, তারেকসহ নাম না জানা আরো অনেকে।

মে ০৬, ২০২০ at ১৬:২৫:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/একে/এএডি