চুয়াডাঙ্গায় পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধমূলক প্রচারণা

চুয়াডাঙ্গা জেলায় বিভিন্ন এলাকায় সদর থানার পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধমূলক প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই প্রচারণা কজ করেন, এবং পুলিশে পক্ষে থেকে বলা হয়েছে এই করোনা ভাইরাস যতদিন না শেষ হয়। আমরা প্রচারণা কাজ চালিয়ে যাবো।

আরো পড়ুন :
চৌগাছায় আরো দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, বন্ধ অপারেশন কার্যক্রম
কেশবপুরে আরো এক স্বাস্থ্যকর্মীর দেহে করোনা শনাক্ত
প্রশাসনের নাকের ডগায় অভিনব কায়দায় মুক্তিযোদ্ধার ৩০ হাজার টাকা ছিনতাই

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল মোঃ কলিম উল্লাহ, এসিল্যান্ড (ভূমি) ইসরাত জাহান, চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান ও সেনাবাহিনীর একটি কনভয়সহ সম্মিলিতভাবে করোনা ভাইরাসের বিস্তার রোধ কল্পে শহীদ হাসান চত্বর থেকে শুরু করে ডিঙ্গেদহ বাজার, পাঁচ মাইল, সরোজগঞ্জ বাজার, আলোকদিয়া বাজার, ভালাইপুর বাজার এলাকায় প্রচারণা চালানো হয়েছে। ব্যক্তির থেকে ব্যক্তির দূরত্ব অর্থাৎ সামাজিক দূরত্ব নিশ্চিত করার এবং সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

মে ০৫, ২০২০ at ১৭:২৪:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/টিআর/এএডি