চৌগাছায় আরো দুই চিকিৎসক করোনায় আক্রান্ত, বন্ধ অপারেশন কার্যক্রম

যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও দুই চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার(৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার।

এ দিয়ে হাসপাতালটির তিন চিকিৎসক এবং ৩ জন নার্স করোনায় আক্রান্ত হওয়ায় হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম বন্ধ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ লুৎফুন্নাহার জানান, সোমবার হাসপাতালের ৫ জন চিকিৎসক, স্টাফ এবং অন্য এক ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়।

আরো পড়ুন :
শার্শায় আরো ২জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত
বাকপ্রতিবন্ধি বিধবাকে দিয়ে জমি দখলের অভিযোগ
রাণীনগরে আনছার ভিডিবি সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

সেখানে সোমবারই পরীক্ষা শেষে হাসপাতালের ২ জন চিকিৎসকের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি বলেন, এতো সংখ্যক চিকিৎসক ও নার্স করোনা সনাক্ত হওয়ায় হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) আপাতত বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

মে ০৫, ২০২০ at ১৭:১২:৪২ (GMT+06)
দেশদর্পণ/আক/এমআই/এএডি